দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আধুনিক যুগে পৃথিবীর শক্তিশালী দেশগুলির মধ্যে ভারতের স্থান রয়েছে প্রথম দশে। এই মুহূর্তে সামরিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী দেশ ভারত। কিন্তু শক্তিশালী হলেও বেশিরভাগ সামরিক সরঞ্জাম ভারত কেনে বিদেশ থেকে। তাই ভারত সরকার বেশ কয়েক বছর ধরেই চেষ্টা করছে দেশের মাটিতে সামরিক সরঞ্জাম তৈরি করার। এক্ষেত্রে সরকার কিছুটা সাফল্য পেয়েছে। এই মুহূর্তে ভারতেই তৈরি হয়েছে ‘তেজাসের’ মতো বিমান।
এরকমই এবার দেশের মাটিতেই তৈরি হবে বিমানের ইঞ্জিন। সম্প্রতি একটি ফরাসি সংস্থা সাথে এই সংক্রান্ত বিষয়ে নিয়ে চুক্তি স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। আত্মনির্ভর ভারত গড়তে এই উদ্যোগ নিয়েছে ভারত সরকার। এই প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, “একটি বড় ফরাসি কোম্পানি ভারতে একটি ইঞ্জিন তৈরি করবে। এর আগে এখনও পর্যন্ত দেশে এই ধরনের ইঞ্জিন তৈরি হয়নি। একটি ভারতীয় সংস্থার সহযোগিতায় এই ইঞ্জিন তৈরি হবে।”
আরও পড়ুন : ব্যাডমিন্টনে বড় পদক জয়ের সম্ভবনা ভারতের, এবার বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবেন শ্রীকান্ত
প্রসঙ্গত, বর্তমান সময় ভারতের সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাগুলি ও বিদেশী সংস্থাগুলির সাথে যৌথ উদ্যোগে বিভিন্ন হাতিয়ার বানাচ্ছে। ভারত সরকারের লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে ৫ ট্রিলিয়ন টাকার টার্নওভারে পরিণত করা। সব কিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই ভারত এই লক্ষ্যে পৌঁছবে।