দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গত দেড় বছর করোনা পরিস্থিতি মানুষের জীবনের সবচেয়ে বড় কাটা হয় দাঁড়িয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে করোনার বিরুদ্ধে লড়াই করতে পারে এক মাত্র করোনা টিকা। তাই ভারত সরকার খুব দ্রুত গতিতে টিকাদান প্রক্রিয়া শুরু করেছে দেশে। তারপরেই টিকাদানের অসংখ্য রেকর্ড ভেঙেছে ভারত। এখনও পর্যন্ত প্রায় ১০০ কোটি মানুষের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে দেশে।
কিন্তু সম্প্রতি টিকাকরণে আরও একটি নজির স্থাপন করেছে ভারত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল নাগরিকের টিকার দুটি ডোজ নেওয়া হয়ে গেল। প্রশাসনের তরফে এই ঘোষণা করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন : সোনা জয়ের স্বপ্ন পূর্ণ হল না, আজ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে রুপো জিতলেন শ্রীকান্ত
টুইটারে এই বার্তা দিয়েছে প্রশাসন। যেখানে লেখা হয়েছে, “আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জে ১০০ শতাংশ কোভিড ভ্যাকসিনেশন সম্পন্ন হয়েছে। শুধুমাত্র কোভিশ্লিড ব্যবহার করে কৃতিত্ব অর্জন করেছে আন্দামান ও নিকোবার। প্রথম রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছে আন্দামান ও নিকোবার৷ কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন প্রত্যন্ত এলাকাগুলিতে গিয়ে প্রতিকূলতা কাটিয়ে উঠে এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে৷”