দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সামরিক শক্তির দিক থেকে নিজের শক্তি বাড়িয়েই চলেছে ভারত। একের পর এক নতুন সামরিক সরঞ্জাম প্রকাশ্যে আনছে ভারত। কিছু দিন আগেই রাশিয়া থেকে এস-৪০০ নিয়ে চুক্তি হয়েছিল। এবার নতুন যুদ্ধ জাহাজ প্রকাশ্যে আনল ভারত। সম্প্রতি গোয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে আরব সাগরে পাড়ি দিতে দেখা গল আএনএস বিশাখাপত্তনম। যদিও শুধু মাত্র নৌবাহিনীর শক্তি প্রদর্শনের জন্য অত্যাধুনিক প্রযুক্তির এই জাহাজটি দেখিয়েছে ভারত।
আসলে P-15B প্রকল্পের আওতায় তৈরি হয়েছে এই জাহাজটি। এরকম আরও কিছু জাহাজ এখনও তৈরি করার কথা রয়েছে। তবে এর আগেও এই জাহাজটিকে প্রকাশ্যে এনেছে ভারতীয় নৌবাহিনী। জানা গেছে, ২০২২ সালের মধ্যে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হতে পারে এই জাহাজটি।
এই জাহাজটিতে বসানো হয়েছে বেশি কিছু অত্যাধুনিক প্রযুক্তির হাতিয়ার যা খুব দ্রুত শত্রু পক্ষের বিরুদ্ধে আঘাত হানতে সক্ষম। এই ধরনের আরও কিছু জাহাজ তৈরি করতেই ফ্রান্সের সঙ্গে চুক্তিও হয়েছে ভারতীয় নৌসেনার। বিশেষ করে চিনের কথা মাথায় রেখেই নৌবাহিনীর শক্তি বাড়াচ্ছে ভারত।