দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আর কিছু দিন পর গোয়ায় ভোট শুরু হবে। তার আগে দেশের সকল রাজনৈতিক দলের নজর এখন গোয়ার দিকে। বেশ কয়েক মাস ধরেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস প্রচার চালাচ্ছে গোয়াতে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গোয়া গিয়েছেন দলের প্রচারের জন্য। এবার বিজেপিও প্রচার শুরু করেছে গোয়ায়। গোয়ার স্বাধীনতা দিবসের দিন গোয়ায় ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই ভাষণে তিনি সর্দার বল্লভভাই পটেলের সুনাম করে বলেছেন, “পটেল আরও কিছু দিন বেঁচে থাকলে অনেক আগেই গোয়া স্বাধীন হতে পারত।” আসলে বিজেপি নেতৃত্বের দাবি যেভাবে সর্দার বল্লভভাই পটেল ছোটো ছোটো রাজ্যগুলিকে একসাথে রেখে একটা বড় দেশ তৈরি করেছিল। সেই মতোই গোয়াও অনেক আগে ভারতের অঙ্গরাজ্য হয়ে যেত যদি সর্দার বল্লভভাই পটেল বেঁচে থাকতেন।
এছাড়াও এদিন গোয়ার খ্রিষ্টানদের মন জয় করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “সম্প্রতি ভ্যাটিকান সিটি সফরে গিয়ে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করার সুযোগ হয়। আমি তাঁকে ভারতে আসার আমন্ত্রণ জানালে তিনি জানান, এই আমন্ত্রণ আমার জীবনের অন্যতম সেরা উপহার।”