দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
কয়েক মাস আগে প্যান্ডেমিক ধীরে ধীরে এন্ডেমিকে পরিণত হচ্ছে বলে দাবি করছিলেন বিশেষজ্ঞরা। সেটা আপাতত হতে দিচ্ছে না ওমিক্রন। দেশের দৈনিক করোনা আক্রান্ত কমল কিন্তু ওমিক্রন খানিকটা বাড়ল। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা শ’দেড়েক পেরিয়ে গিয়েছে।
সোমবার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৫৬৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় অনেকটাই কম। মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ১৩২ জন। এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেক কম।
বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৮২ হাজার ২৬৭ জন। যা ৫৭২ দিনের মধ্যে সর্বনিম্ন। ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৩ কোটি ৪১ লক্ষ ৮৭ হাজার ১৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ৭৭ জন। সুস্থতার হার ৯৮.৩৯ শতাংশ।