দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
চিনা আগ্রাসনমুক্ত তিব্বতের পাশে আছে ভারতের মানুষ। ধরমশালায় বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার সঙ্গে দেখা করে স্বাধীন তিব্বত সরকারের প্রতিনিধিদের আশ্বস্ত করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবত।
ধরমশালার ম্যাকলিয়ডগঞ্জে নোবেলজয়ী তিব্বতি ধর্মগুরু দলাই লামার সাথে বৈঠক করেন সংঘ প্রধান। পরে নির্বাসিত তিব্বত সরকারের প্রেসিডেন্ট পেনপা সেরিং সংবাদিকদের জানান, ১৫ তারিখ থেকে সাধারণ মানুষের সঙ্গে দেখা করছেন দলাই লামা। RSS প্রধান ভাগবত দেখা করেন ওঁর সঙ্গে। শেরিং বলেন, “সংঘ প্রধান বলেছেন, ধরমশালায় যখন এসেছেন তখন দলাই লামার সঙ্গে দেখা করাটা স্বাভাবিক।
শেরিং নিজে যদিও দলাইলামা-ভাগবতের বৈঠকে ছিলেন না। তিনি বলেন, “আমি বৈঠকে না থাকলেও আন্দাজ করতে পারি যেহেতু দু’জনেই অসংখ্য মানুষের প্রতিনিধিত্ব করেন, ফলে তাঁদের মধ্যে পারস্পারিক শান্তি ও সৌহর্দ্যের কথাই হয়েছে। ভারত সরকার তিব্বতি মানুষের পাশে থাকায় ভাগবতকে ধন্যবাদ জানান শেরিং। সংঘ প্রধান আশ্বাস দেন, চিনের আগ্রাসনমুক্ত তিব্বতের পাশে সব সময় থাকবে ভারতের মানুষ।