দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
বিরোধীদের হাজার আপত্তি ধোপে টিকল না। নির্বাচনী সংস্কারে বড় পদক্ষেপ নিল মোদি সরকার। লোকসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে গেল নির্বাচনী আইন (সংশোধনী) বিল, ২০২১। এবার থেকে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ আইনত হয়ে গেল।
কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেন রিজেজু নির্বাচনী আইন (সংশোধনী) বিল, ২০২১ পেশ করেন লোকসভায়। প্রথম থেকে বিলের বিরোধীতা করে আসছে বিরোধী দল গুলি। কংগ্রেস , এআইএমআইএম , বিএসপি সহ বেশ কয়েকটি দল বিলের বিষয়ে আপত্তি তোলে। বিরোধীদের বক্তব্য, এর ফলে নাগরিকের অধিকার খর্ব হবে, কারণ ব্যক্তির গোপনীয়তাও হস্তক্ষেপ করা হবে নয়া বিলের সুযোগ নিয়ে।
আইন মন্ত্রী কিরেন রিজেজু সোমবার পালটা যুক্তি দেন। তিনি বলেন, ভুয়ো ভোটার চিহ্নিত করতে ও নির্বাচনকে স্বচ্ছ করতে আইনি সংশোধন কাজে আসবে। রিজেজুর কথা শুনতে নারাজ ছিল বিরোধীরাও। নির্বাচনী আইন (সংশোধনী) বিলটিকে সংসদের সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবিতে সরব হন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।