দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বেশ কিছু দিন ধরেই পাঞ্জাবে শিখদের ধর্মগ্ৰন্থকে অপমান করা নিয়ে বেশ অশান্তি সৃষ্টি হয়েছে। এমনকি এই ঘটনায় দুই অভিযুক্তকে হত্যা করেছে উত্তেজিত জনতা। এবার এই ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন পঞ্জাব কংগ্রেসের সভাপতি নভজ্যোৎ সিংহ সিধু।
একটি জনসভায় গিয়ে সভাপতি নভজ্যোৎ সিংহ সিধু বলেছেন, “যাঁরা ধর্মের অবমাননা করেন তাঁদের প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো উচিত।” এবার তার এই মন্তব্য নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ধর্মীয় অবমাননার ঘটনার সমালোচনা করলেও এই মন্তব্যের সমর্থন করেনি কোনো নেতা।
প্রসঙ্গত, পাঞ্জাবের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্যে বেশ কিছু দিন ধরেই। রাজ্যের পরিস্থিতি যাতে খারাপ না হয়ে তাই জন্যে প্রশাসকের তরফেও রাজ্যবাসীর কাছেও অনুরোধ করা হয়েছে পরিস্থিতি শান্ত রাখার জন্য।