দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দেশবাসী আবার ভূমিকম্প অনুভব করল আজ। একবার নয় পর পর দু’বার ভূমিকম্পের প্রভাব অনুভব করা গেছে। কিন্তু এই কম্পন শুধু মাত্র দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যেই অনুভব করা গেছে। আজ ঠিক সকাল ৭টা ৯ মিনিট ৩৬ সেকেন্ড নাগাদ প্রথম কম্পন অনুভব করা যায়। তারপর আবার ৭টা ১৪ মিনিট ৩২ সেকেন্ড নাগাদ দ্বিতীয় কম্পনটি অনুভব করা যায়।
তবে কম্পনের প্রভাব খুব বেশি ছিল না। যার ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রিখটার স্কেল অনুযায়ী প্রথম কম্পনের মাত্রা ছিল প্রায় ৩.১। অন্যদিকে দ্বিতীয় স্কেলের মাত্রা ছিল ৩.৩। ভূমিকম্পের উৎপত্তিস্থলের অবস্থান ছিল কর্ণাটকের রাজধানী থেকে ৬৬ কিলোমিটার দূরে।
আরও পড়ুন : ধর্মীয় ভাবাবেগে আঘাত করলে দিতে হবে যাবজ্জীবনের শাস্তি, দাবি পাঞ্জাব সরকারের
এই ভূমিকম্পের প্রভাব খুব কম থাকায় কারুর মৃত্যু হয়নি। যদিও কিছু দিন আগেও ভারতে ভূমিকম্প অনুভব করা গেছে। ঐ কম্পনে বেশ ক্ষতি হয়েছিল দেশের বেশ কিছু অংশে।