দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
তথ্য বলছে, ইতিমধ্যেই দেশের মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২১৩ জন। দিল্লিতে সবচেয়ে বেশি ৫৭ জন করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটক, রাজস্থান, কেরলেও অবস্থা উদ্বেগজনক। ওমিক্রন আতঙ্ক বাদ দিলে সার্বিক করোনা পরিসংখ্যান ততটা উদ্বেগের নয়।
স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৩১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৩১৮ জন। এই সংখ্যাটা অবশ্য আগের দিনের থেকে খানিকটা কম।
বড় স্বস্তির খবর হল, একটু একটু করে কমছে অ্যাকটিভ কেস। দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৭৮ হাজার ১৯০ জন। ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬ হাজার ৯০৬ জন। সুস্থতার হার ৯৮.৪০ শতাংশ।