দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গত দেড় বছরে জঙ্গি সংগঠনগুলির সক্রিয়তা বেড়েছে ভূস্বর্গে। প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো জঙ্গি হামলার ঘটনা ঘটছে কাশ্মীরে। যদিও জবাবে জঙ্গিদের বিরুদ্ধেও যৌথ অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। কিন্তু তাও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি এখনও। আজও জঙ্গিরা হামলা চালিয়েছে এক পুলিশকর্মীর। এই হামলায় মৃত্যু হয়েছে ঐ পুলিশকর্মীর ও ঘটনাস্থলে উপস্থিত এক সাধারণ মানুষের।
এই ঘটনাটি ঘটেছে কাশ্মীরের অনন্তনাগ জেলায় বিজবেহারা থানা কাছাকাছি। জানা গেছে, হঠাৎ ঐ জঙ্গি গুলি চালায় পুলিশ আধিকারিক মহম্মদ আশরফের উপর। প্রাণ বাঁচাতে তৎক্ষণাৎ তাকে শ্রীনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন : পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল প্রলয় মিসাইলের, খুব শীঘ্রই ভারতের হাতে আসতে চলেছে এই নতুন মিসাইল
এই ঘটনার পর জঙ্গিদের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ। তবে এই ঘটনা নতুন নয় এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে কাশ্মীরে। কিছু দিন আগেই জঙ্গিহানায় শহিদ হয়েছেন দুই পুলিশ কর্মী। সুতরাং কাশ্মীরের জঙ্গি সমস্যা সরকারের জন্যেও ক্রমশ চিন্তাজনক হয়ে উঠছে।