দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
দাপট বাড়ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রনে। অন্তত কয়েকগুণ বেশি সংক্রামক শক্তিসম্পন্ন ওমিক্রনের প্রভাবে দেশে বাড়ছে করোনা সংক্রমণও। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪৯৫ জন। এর মধ্যে স্রেফ ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত ২৩৬ জন। একদিনে দেশে মৃত্যু হয়েছে ৪৩৪ জনের। বুধবার সংক্রমণ, মৃত্যুর সংখ্যা এর তুলনায় অনেকটা কম ছিল। দেশে কোভিডের প্রকোপ থেকে সুস্থ হয়ে উঠেছেন দেশের ৬৯৬০ জন।
দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৭৮ হাজার ২৯১। ওমিক্রন আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। যার জেরে নতুন করে চিকিৎসা পরিকাঠামো নিয়ে আলোচনা প্রয়োজন হয়ে পড়েছে। দেশের ওমিক্রন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সন্ধেয় ফের জরুরি বৈঠকে বসতে পারেন। বুধবারও তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী-সহ সচিবদের সঙ্গে আলোচনা করেছিলেন। তাঁর বৈঠকের পর নতুন কোনও নির্দেশিকা জারি হতে পারে কেন্দ্রের তরফে।