দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
দেশে ক্রমশ চওড়া হচ্ছে ওমিক্রনের থাবা। দেশের সার্বিক করোনা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি আধিকারকদের থেকে দেশে ওমিক্রন পরিস্থিতি সম্পর্কে জানতে চান তিনি। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩০০ পার করেছে। তামিলনাডু, কেরল ও কর্নাটকে নতুন করে ধরা পড়েছে ওমিক্রন সংক্রমণ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুয়ায়ী, মহারাষ্ট্রে ৬৫ জন ওমিক্রনে আক্রান্ত। ওমিক্রন আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে আক্রান্তের সংখ্যা সেখানে ৬৪। করোনার ওমিক্রন ভ্যারিয়্যান্টের সংক্রমণ বাড়ছে তখন মোদীর এই বৈঠক অত্যন্ত ইঙ্গিতপূর্ণ।
সম্প্রতি WHO-র দক্ষিণ পূর্ব এশিয়ার ডিরেক্টর বলেন, ‘একটি নতুন ভ্যারিয়্যান্ট সামনে আসা মানে এই নয় পরিস্থিতি আরও খারাপ হবে। তবে ওমিক্রনের জন্য পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়বে। বিশ্বে এই মুহূর্তে বাড়ছে করোনা সংক্রমণ। ওমিক্রনের জেরে করোনা সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা থাকছে। তাই সচেতন থাকা খুবই জরুরি।