দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ফের সংক্রমণ বাড়ছে ভারতে। এই সংক্রমণের মূলে রয়েছে করোনার নতুন প্রজাতি ওমিক্রন। কয়েক সপ্তাহ আগেই ইউরোপ ও আফ্রিকার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। তারপর থেকেই ভারতে সংক্রমণের ঢেউ উঠেছে। এখনও পর্যন্ত ২০০ বেশির মানুষ এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছেন। আগামী বছর উত্তরপ্রদেশে ভোট তার আগে সংক্রমণ বাড়ায় চিন্তা বাড়িয়েছে।
সেই কারণেই উত্তরপ্রদেশের ভোট পেছানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। এই বিষয়ে হাইকোর্টের তরফে জানানো হয়েছে, “জনসভাগুলি বন্ধ না করলে দ্বিতীয় ঢেউয়ের থেকেও বিপজ্জনক হতে পারে পরিস্থিতি। প্রাণ বাঁচলে সব হবে। তাই প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে উত্তরপ্রদেশের ভোট অন্তত ২-১ মাস পিছিয়ে দেওয়া হোক।”
আরও পড়ুন : চিনে উইঘুর মুসলিমদের উপর অত্যাচার নিয়ে সতর্ক করল বাইডেন, এই অত্যাচার রুখতে নয়া আইন চালু করতে চলেছে আমেরিকা
প্রসঙ্গত, বর্তমান সময় আবার দ্রুত গতিতে বাড়ছে সংক্রণ। তাই বিশেষজ্ঞরা জানিয়েছেন এখন যদি আবার ভোট হয় তাহলে দ্বিতীয় ঢেউ এর চেয়েও দ্বী-গুন গতিতে সংক্রমণ ছড়াতে পারে এদেশে। তাই ভোট স্থগিত রাখার আর্জি জানিয়েছে হাইকোর্ট।