দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দেশে বিজেপির শাসন প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচারের বিভিন্ন ঘটনা ঘটেছে। কখনও গো মাংস খাওয়া নামে আবার কখনও ধর্মকে অবমাননা করার দায়ে হিংসার শিকার হতে হয়েছে সংখ্যালঘু সমপ্রদায়ের মানুষদের। সরকারের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে এই ধরনের কাজে সমর্থন করার জন্য।
এবার ফের সংখ্যালঘুদের খুনের হুমকি দেওয়া হল একটি ধর্মীয় জনসভায়। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের হরিদ্বারের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিওটি যেখানে কয়েকজন ধর্মগুরু বলেছেন, “মায়ানমারের মতো আমাদের পুলিশ, সেনা, রাজনীতিবিদ এবং হিন্দু সম্প্রদায়ের সমস্ত মানুষকে হাতে অস্ত্র তুলে নিতে হবে। এবার সাফাই অভিযান চালাতে হবে। যদি ওদের সমূলে ধ্বংস করতে চান, তাহলে ওদের হত্যা করুন। আমরা এমন ১০০ জন যোদ্ধাকে চাই, যারা ওদের ২০ লাখ লোককে হত্যা করবে।”
এই ভিডিওটি ভাইরাল হতেই ঐ ধর্মগুরুদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছেন তৃণমূলের সাকেত গোখলে। তিনি জানিয়েছেন, “উত্তরাখণ্ডে সামনেই নির্বাচন। তার আগে বিজেপির সহায়তায় এই ধর্মীয় উসকানিমূলক সভার আয়োজন হয়েছে। যদি ওই ঘৃণ্য ধর্মসভার আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়। তাহলে হরিদ্বারের গাড়োয়াল রেঞ্জের আইজি থেকে শুরু করে ওসি সবাইকে ট্রান্সফার করে দেওয়া উচিত কমিশনের।”