দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বর্তমান সময় সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে করোনার নয়া প্রজাতি ওমিক্রন। বিশেষ করে ইউরোপ ও আফ্রিকার দেশগুলিতে খুব দ্রুত গতিতে এই নতুন ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। কয়েক সপ্তাহ আগেই দেশে প্রবেশ করেছে করোনার এই নতুন রূপ। তারপর দেশেও খুব দ্রুত গতিতে সংক্রমণ ছড়াতে শুরু করেছে। এবার এরাজ্যেও এক নতুন আক্রান্তের খোঁজ মিলেছে। এই আক্রান্ত ব্যক্তি আয়ারল্যান্ডের ডাবলিন থেকে এরাজ্যে ফিরে ছিলেন।
কিন্তু বড় দিন ও নিউ ইয়ার উপলক্ষে এখন খুব ভিড় হয়ে কোলকাতায় যার ফলে এই সময় ওমিক্রন আক্রান্তের খোঁজ মেলায় চিন্তা বেড়েছে প্রশাসনের। যদিও ঐ ব্যক্তি আপাতত আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। তবে ঐ ব্যক্তি যাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তাদের থেকেও সংক্রমণের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : ওমিক্রনের জন্য প্রধানমন্ত্রীর কাছে উত্তরপ্রদেশের ভোট পেছনোর আর্জি জানাল এলাহাবাদ হাইকোর্ট
অন্যদিকে বেশ কয়েকদিন ধরেই ওমিক্রন ছড়িয়ে পড়েছে দেশের বহু রাজ্যে। এর মধ্যে রয়েছে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা রয়েছে মহারাষ্ট্র, দিল্লি, তেলঙ্গানা, তামিলনাড়ু, কর্নাটক, গুজরাট, কেরালা ও রাজস্থানে। আর হরিয়ানা, ওডিশা, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, লাদাখ, চণ্ডীগড়, উত্তরাখণ্ডে চার জন আক্রান্ত হয়েছেন। মোট ২৪৪ জন সক্রিয় রোগী রয়েছে এখন দেশে। তাই সংক্রমণ আটকাতে সকল কোভিড বিধি মেনে চলতে হবে দেশবাসীকে।