দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
গোটা বিশ্ব বর্তমানে করোনার চতুর্থ ঢেউয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। পরিস্থিতিতে মাস্ক একবার মুখ থেকে নামলেই পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে। দেশবাসীকে সতর্ক করল কেন্দ্র। বিশেষ করে বড়দিন এবং বর্ষবরণের উৎসবে যাতে করোনা বিধিতে খামতি না পড়ে, তা নিয়েও সতর্ক করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ দেশের সাধারণ নাগরিকদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন এবং অপ্রয়োজনীয় ভ্রমণ না করার জন্য আহ্বান জানিয়েছেন। কোভিড -১৯ আচরণবিধি মেনে চলতে পরামর্শ দিয়েছেন তিনি। জোর দিয়েছেন দ্রুত টিকাকরণের উপরেও।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওমিক্রনে এখনও পর্যন্ত মোট আক্রান্ত ৪০০ পার হয়েছে। পর্যন্ত দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। ১১৪ জন এখনও অবধি ওমিক্রনকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এখনও অবধি ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। পশ্চিমবঙ্গে সংখ্যাটা ৩।
দেশের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৮৯ শতাংশ করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন এবং প্রায় ৬১ শতাংশ মানুষ টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতে এখনও পর্যন্ত প্রধান স্ট্রেন হল ডেল্টা। আমাদের আচরণ বিধি নিয়ে চলতে হবে। কোভিড-১৯ আচরণবিধি মেনে চলা এবং ভ্যাকসিনেশন প্রক্রিয়ায় আরও গতি আনা।
ওমিক্রনের সংক্রমণ বাড়তেই বিশ্বের একাধিক দেশ বুস্টার ডোজ়ের পথে হাটছে। ভারতেও বুস্টার ডোজ় দেওয়া হবে কি না, তা নিয়েও চলছে বিস্তর আলোচনা। শুক্রবার সেই বিষয়ে প্রশ্ন করা হলে ICMR-র ডিজি চিকিৎসক বলরাম ভার্গব জানিয়েছেন, বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে।