দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
Omicron আতঙ্কের মাঝে বড় খবর। দেশে শিশুদের টিকার জন্য অপেক্ষার অবসান। ভারত বায়োটেকের তৈরি ১২ থেকে ১৮ বছরের কিশোরদের জন্য তৈরি টিকা এবার জরুরী ব্যবহারের জন্য অনুমোদন দিল DGCI। ১৮ অনুর্ধ্বদের জন্য ভারত বায়োটেকের তৈরি Covaxin-এ অনুমোদন। ভারতে শিশুদের জন্য অনুমোদিত দ্বিতীয় ভ্যাকসিন। এর আগে Zydus Cadila-র তিন ডোজের ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছিল DGCI।
বর্তমানে দেশে ১৮ উর্ধ্ব সমস্ত জনগণের টিকাকরণ প্রক্রিয়া চলছে। শিশুদের জন্য টিকার অপেক্ষা ছিল। এবার অবসান হল সেই প্রতীক্ষার। DGCI-এর অনুমোদনের কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় ঘোষণা। নতুন বছরের শুরুতে ১৮ অনুর্ধ্বদের জন্য টিকাকরণ শুরু সিদ্ধান্ত ভারত সরকারের। ৩ জানুয়ারি থেকে দেশে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য টিকাকরণ শুরু করার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
১২ মে DCGI ভারত বায়োটেককে অনুর্ধ্ব ১৮-দের উপর কোভ্যাক্সিনের ট্রায়াল চালানোর অনুমতি দিয়েছিল। Omicron-এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে শিশুদের। সম্প্রতি এই আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। শিশুদের সুরক্ষিত রাখার জন্য টিকাকরণে গতি আনতে চাইছে সরকার। সংক্রমণের থাবা থেকে শিশুদের সুরক্ষিত রাখতে টিকার প্রয়োজনীয়তার কথা শুরু থেকে বলে আসছেন চিকিৎসকেরা।
দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহ স্মৃতি ভুলে ধীরে ধীরে সুস্থতার পথে হাঁটছিল দেশ। কমছিল করোনা আক্রান্তের সংখ্যা।
উদ্বেগ বাড়িয়ে দেশের কোভিড গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। আশঙ্কার বিষয়, মাত্র কয়েকদিনে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৫।