দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ফের উত্তপ্ত কাশ্মীর। গতকাল এবার সেনাবাহিনীর অভিযানে নিহত হলেন বেশ কয়েক জন জঙ্গি। কিছু দিন আগেই জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন এক পুলিশ ও এক জন সাধারণ নাগরিক। তার জবাব দিতেই এই অভিযান চালিয়েছিল সেনাবাহিনী। গতকাল বড়দিনে মোট তিনটি অভিযান চালিয়ে ছিল সেনাবাহিনী।
গতকালের প্রথম দুটি অভিযানে মোট চার জন জঙ্গিকে নিকেশ করেছিল সেনাবাহিনী। তার পর রাতে আরও একটি অভিযান চালিয়ে ছিল সেনাবাহিনী। এই অভিযানে নিহত হয়ে ফাহিম ভাট নামের আরও এক জঙ্গি। সুতরাং ২৪ ঘন্টায় মোট পাঁচ জন জঙ্গি নিহত হয়।
আরও পড়ুন : ডুরান্ড লাইন না মেনে পাক সেনার বিরুদ্ধে গুলি চালানোর নির্দেশ তালিবানের
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই কাশ্মীরে সক্রিয় হয়ে উঠেছে জঙ্গি সংগঠনগুলি। একের পর এক হামলা চালিয়েছে জঙ্গিরা। সেই কারণেই জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। এই অভিযানেই নিহত হয়েছেন বহু জঙ্গি নেতা। জঙ্গি সংগঠনগুলিকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চালাবে সেনাবাহিনী ও পুলিশ।