দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ইউরোপ ও আফ্রিকার দেশগুলির মতো ভারতেও ওমিক্রন প্রবেশ করার পর খুব দ্রুত গতিতে সংক্রমণ বাড়তে শুরু করেছিল। কিন্তু এবার গত ২৪ ঘন্টায় কমল দেশের ওমিক্রন আক্রান্তের হার। আগের তুলনায় অনেক কম মানুষই আক্রান্ত হয়েছেন এই ভাইরাসের দ্বারা। এখন দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা হচ্ছে ৪২২ জন।
এছাড়াও গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণও অনেকটা কমেছে এদেশে। একদিনে মোট ৬ হাজার ৯৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। কমেছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৬২ জন। এছাড়াও মোট ওমিক্রন আক্রান্তদের মধ্যে একদিনে সুস্থ হয়েছে ১৩০ জন।
আরও পড়ুন : ভূস্বর্গে সেনাবাহিনীর অভিযানে নিহত বেশ কয়েকজন জঙ্গি
তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন আগামী বছরের শুরুতেই কম বয়সীদের টিকাকরণ শুরু হয়ে যাবে। বর্তমানে দেশের প্রায় ১৪২ কোটি মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে। তাছাড়াও আগামী ১০ই জানুয়ারি থেকে টিকার বুস্টার ডোজ দেওয়া হবে দেশের সকল স্বাস্থ্য কর্মী, চিকিৎসক এবং ফ্রন্টলাইন ওয়ার্কারদের। যা সত্যিই ভারতকে সংক্রমণ মুক্ত করে তুলবে।