দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ভারতের তুলনায় বহু আগেই ইউরোপ ও আমেরিকায় টিকার দ্বিতীয় ডোজটি দেওয়া হয় গেছে। তাই বুষ্টার ডোজটিও দেওয়া শুরু হয়ে গেছে সেই সব দেশে। কিন্তু আমাদের দেশে টিকার এই নতুন ডোজ এখনও দেওয়া শুরু হয়েনি। তবে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন আগামী বছরের জানুয়ারি মাস থেকে এই নতুন ডোজ দেওয়া হবে দেশেও। কিন্তু কখন নিতে হবে এই টিকা?
চিকিৎসকদের মতে দ্বিতীয় ডোজ নেওয়ার ১২ মাস পরেই তৃতীয় ডোজ অর্থাৎ বুষ্টার ডোজটি নিতে হবে। যদিও এই বিষয়ে নিয়ে এখনও সঠিক কোনো সময়সীমা ঠিক হয়েনি।
আরও পড়ুন : ভারতে কমল দৈনিক ওমিক্রন আক্রান্তের হার, এখন দেশের মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২২ জন
আসলে বড় দিনের উপহার হিসেবে এই ডোজটি ভারতে চালু করার কথা কিছু দিন আগেই ঘোষণা করেছিলেন। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “২০২২ সালের ১০ জানুয়ারি থোকেই স্বাস্থ্যকর্মীদের প্রিকশনারি ভ্যাকসিন ডোজ বা বুস্টার ডোজ দেওয়া হবে। কো-মর্বিডিটি যাঁদের আছে, তাঁদেরও ওই টিকাদান করা হবে। এছাড়াও ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়া হবে। কিন্তু, যে সমস্ত ষাটোর্ধ্ব ব্যক্তিদের কো-মর্বিডিটি রয়েছে তাঁদের চিকিৎসকদের পরামর্শ মেনে ওই ডোজ নেওয়ার পরামর্শ দেন তিনি।”