দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
বছরশেষেও চিন্তা জারি থাকছে করোনা সংক্রমন নিয়ে। দাপট দেখাচ্ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন। দেশে নিম্নমুখী কোভিড গ্রাফেও কাঁটা ওমিক্রন। গত ২৪ ঘণ্টায় দেশে খানিকটা কমেছে করোনা সংক্রমণ। একদিনে আক্রান্ত ৬৫৩১ জন। গত ২৪ ঘণ্টায় করোনার বলি দেশের ৩১৫ জন। বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, দেশের ৫৭৮ জনের শরীরে বাসা বেঁধেছে ওমিক্রন।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭১৪১ জন। ওমিক্রনের দাপটে সবচেয়ে বেশি জেরবার দিল্লি, মহারাষ্ট্র। দুই রাজ্যে ১৪০ ছাড়িয়েছে নয়া স্ট্রেনে আক্রান্তের সংখ্যা।