দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
নতুন বছরে শুরু হচ্ছে ১৫-১৮ বছর বয়সীদের কোভিড টিকাকরণ। আর সেই টিকাকরণের জন্য কো-উইন অ্যাপে রেজিস্ট্রার করতে হবে তাদের নাম। কবে থেকে শুরু সেই রেজিস্ট্রেশন, নথিভুক্তকরণের জন্য কী কী নথি লাগবে ? সোমবার জানিয়ে দিলেন কো-উইন প্ল্যাটফর্ম প্রধান ড. আরএস শর্মা।
তথ্য অনুযায়ী, নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকে শুরু হবে রেজিস্ট্রেশন। বহু পড়ুয়ার আধার কার্ড নেই। আবার অন্যান্য পরিচয়পত্রও নেই। ১৫-১৮ বছর বয়সিদের নাম রেজিস্ট্রেশনের জন্য স্টুডেন্ট আই কার্ড-ও ব্যবহার করতে পারবে। কো-উইন অ্যাপ কর্তাদের তরফে এমনটাই জানানো হয়েছে। অ্যাপে রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগের মতো থাকছে। ৩ জানুয়ারি থেকে ছোটদের টিকাকরণ শুরু হচ্ছে দেশে।
ওমিক্রন আতঙ্কের মাঝেই টিকাকরণ নিয়ে বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদি। যেমন ১৫ ঊর্ধ্বদের টিকাকরণ শুরুর দিনক্ষণ জানালেন তিনি, তেমন ‘বুস্টার ডোজ’ চালুর কথাও জানিয়ে দিয়েছেন তিনি। কো-উইনে ছোটদের রেজিস্ট্রেশন শুরু হলেও ‘প্রিকশন’ ডোজের জন্য রেজিস্ট্রেশন কবে শুরু হবে, এখনও কোনও তথ্য দেয়নি কেন্দ্র।
কিন্তু মোদির এই ঘোষণার পর বিস্ফোরক দাবি করেছেন এইমসের বিজ্ঞানী। তাঁর মতে, ছোটদের টিকাকরণের সিদ্ধান্ত অবৈজ্ঞানিক। ড. সঞ্জয় কে রাই AIIMS-র বিজ্ঞানী তথা ভারতীয় জনস্বাস্থ্য অ্যাসোসিয়েশনের সভাপতি। আবার ভারত বায়োটেকের টিকা কোভ্যাক্সিনের ট্রায়ালের অন্যতম প্রধান পরীক্ষকও ছিলেন।