দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
বড়দিনে বড় ঘোষণা করেছেন মোদী। প্রধানমন্ত্রী মোদীর ঘোষণা অনুযায়ী আগামী বছরের ৩রা জানুয়ারি থেকে চালু হচ্ছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ প্রক্রিয়া। ইতিমধ্যেই সোমবার সকালে জানানো হয়েছে কীভাবে আবেদন করলে তবেই মিলবে টিকা। এবার টিকা নেওয়ার সময়সীমা সম্পর্কেও নতুন গাইডলাইন জারি করল কেন্দ্র।
অন্যদিকে ষাটোর্ধ্ব এবং করোনা যোদ্ধাদের টিকার বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রেও নতুন গাইডলাইন জারি করেছে কেন্দ্র। কেন্দ্রের তরফ থেকে এই গাইডলাইন প্রকাশ করে জানানো হয়েছে, করোনার দ্বিতীয় টিকা নেওয়ার ৯ মাস অর্থাৎ ৩৯ সপ্তাহ পরে নেওয়া যাবে এই বুস্টার ডোজ। অর্থাৎ যারা ২০২১ সালের মার্চ মাসের মধ্যে করোনার দুটি টিকাই নিয়েছেন একমাত্র তাঁরাই ২০২২ সালের জানুয়ারিতে বুস্টার ডোজের জন্য আবেদন করতে পারবেন।
এক্ষেত্রেও অগ্রাধিকার পাবেন করোনা যোদ্ধারা। কেন্দ্রের নির্দেশে তাঁদের আগে বুস্টার ডোজ দেওয়া হবে। এক্ষেত্রে তাঁদেরও কো-উইন অ্যাপে নিজেদের নাম রেজিস্টার করাতে হবে। যার যখন বুস্টার ডোজের সময় হবে সেই সময় তাঁদেরকে ওই অ্যাপ থেকেই অ্যালার্ট করে দেওয়া হবে।
পাশাপাশি জানা যাচ্ছে আগামী বছর অর্থাৎ ২০২২-র ৩ জানুয়ারি থেকেই ১৫-১৮ বছর বয়সীদের টিকা দেওয়ার কাজ শুরু হচ্ছে। ইতিমধ্যেই তাঁদের জন্য কো-উইন অ্যাপে নতুন পেজ খোলা হয়েছে। রেজিস্ট্রেশন করলে তবেই মিলবে টিকা। তবে ১৫ থেকে ১৮ বছর বয়সীরা আপাতত কেবল কোভ্যাক্সিনের টিকা পাবে। প্রথম টিকা নেওয়ার ৯ মাস পরে মিলবে করোনা টিকার দ্বিতীয় ডোজ। ১৮ বছরের কম বয়স যাদের তাদের আপাতত কোভ্যাক্সিন ছাড়া আর কোনও টিকাই দেওয়া হবে না।