দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হল, ইতিমধ্যেই দেশের ২১টি রাজ্যে ছড়িয়ে পড়েছে Omicron। নয়া প্রজাতিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ছ’শোর গণ্ডি। তবে গত ২৪ ঘণ্টায় কমল ভারতের কোভিড সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা।
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৫৮ জন। গতকালের তুলনায় খানিকটা কম। তবে দেশবাসীর চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন। এখনও পর্যন্ত দেশে এই স্ট্রেনে আক্রান্ত ৬৫৩ জন।
এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ২৯৩ জন। স্বস্তি দিচ্ছে কমতে থাকা অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৭৫ হাজার ৪৫৬ জন। ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬ হাজার ৪৫০ জন। সুস্থতার হার ৯৮.৪০ শতাংশ।