দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
বাড়ছে ওমিক্রনের দাপট। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৯ হাজার ১৯৫ জন। একলাফে যা বাড়ল অনেকটা, মঙ্গলবারও দৈনিক সংক্রমণ ছিল ৬৩০০-র আশেপাশে। বুধবার সংক্রমিতদের ৫৯ শতাংশের শরীরেই করোনার নয়া স্ট্রেন ওমিক্রন মিলেছে বলে জানাচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট। দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮১।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্য়ান অনুযায়ী, এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেস ৭৭ হাজারের সামান্য বেশি, যা অনেকটাই নিম্নমুখী। কিন্তু তাতেও স্বস্তি মিলছে না। চিন্তা বাড়াচ্ছে নয়া স্ট্রেন ওমিক্রন। দিল্লি, মুম্বইয়ের মতো জনবহুল শহরে জারি হয়েছে নাইট কারফিউ-সহ নানা নিষেধাজ্ঞা। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দেশের মধ্যে সর্বোচ্চ ২৩৮। বন্ধ স্পা, জিম, পার্লার। জারি হলুদ সতর্কতা। বিয়ে ছাড়া কোনও বড় জমায়েত করা যাবে না।
ওমিক্রনের দাপট রুখতে ভ্যাকসিনের প্রিকশন ডোজ বা বুস্টার ডোজ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। ষাট বছরের বেশি কোমর্বিডিটি সম্পন্ন নাগরিকদের বুস্টার ডোজ দেওয়া হবে। ১৫ থেকে ১৮ বছর বয়সিদেরও ভ্যাকসিন দেওয়া হবে আগামী ৩ জানুয়ারি থেকে। নয়া স্ট্রেনের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে যেতে মরিয়া ভারত।