দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ঘোষণা করেছেন আগামী ২৬শে জানুয়ারি থেকে ঝাড়খন্ড পেট্রোলের দাম ২৫ টাকা করে কমবে। তবে এই সুবিধা পাবেন শুধু মাত্র স্কুটার এবং বাইক আরোহীরা।
মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন টুইট করে বলেছেন “পেট্রোল-ডিজেলের দাম ক্রমাগত বেড়েই চলেছে এর ফলে সবথেকে সমস্যায় পড়েছেন গরীব মধ্যবিত্ত মানুষেরা সেই কারণেই রাজ্য সরকার দু’চাকার গাড়ির ক্ষেত্রে পেট্রোলের দাম প্রতি লিটারে ২৫টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। “
আরও পড়ুন :বিশ্ব জুড়ে ত্রাস সৃষ্টি করছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন , বিধিনিষেধের পথে একাধিক দেশ
মাসখানেক আগেই কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের উপর থেকে শুল্ক কমানোর কথা ঘোষণা করেন পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলের ১০ টাকা শুল্ক কমানো হয়।এরপর থেকেই প্রায় ২২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর কথা ঘোষণা করা হয়।
যদিও পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে নতুন করে পেট্রোল ও ডিজেলের উপর কর কমানো হয়নি