দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
২০২১ বিদায় নিচ্ছে অস্বস্তি বাড়িয়ে। নতুন বছরের জন্য সতর্কতার বার্তা রেখে। মহামারী করোনার নয়া স্ট্রেন ওমিক্রনের থাবা আরও চওড়া হল দেশে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ হয়েছে ১৬ হাজার ৭৬৪ জন। বৃহস্পতিবারও যা ছিল ১৩ হাজারের বেশি। একদিনে করোনার বলি দেশের ২২০ জন।
তবে সবচেয়ে উদ্বেগজনক তথ্য – দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৭০। তবে এর বিরুদ্ধে লড়াইয়েও খুব পিছিয়ে নেই ভারত। কবল থেকে সুস্থতার হার ৯৮.৩৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৫৮৫ জন। দেশে অ্যাকটিভ কেসও ঊর্ধ্বমুখী। এই মুহূর্তে তা ৯১,৩৬১। আক্রান্তদের অনেকের শরীরেই ওমিক্রন বাসা বাঁধছে।
কেন্দ্রের বুলেটিন অনুযায়ী, বেশিরভাগে ওমিক্রন পজিটিভ কেস মহারাষ্ট্রের। সেখানে এই মুহূর্তে ওমিক্রন রোগীর সংখ্যা ৪৫০। একজনের মৃত্যুও হয়েছে, যিনি দেশের মধ্যে প্রথম ওমিক্রনের বলি। এরপরই রয়েছে দিল্লি – ৩২০ জন। নতুন বছরের শুরু থেকে ১৫-১৮ বছর বয়সিদের টিকাকরণের কাজ শুরু হবে। ষাটোর্ধ্ব কোমর্বিড রোগাীদেরও দেওয়া হবে ভ্যাকসিনের বুস্টার বা প্রিকশন ডোজ। টিকাকরণে জোর দিয়েই মহামারীর বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার লক্ষ্যে এগোচ্ছে দেশ।