দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ওমিক্রনের হাত ধরে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে মহামারীতে আক্রান্ত হয়েছেন ৩৩,৭৫০। সোমবার তা লাফ দিয়ে ২২.৫ শতাংশ বেড়েছে। একদিনে করোনার বলি দেশের ১২৩ জন। এদিকে, নতুন বছরের শুরু থেকে করোনা যুদ্ধে আরও শান দিতে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, দেশের লাফিয়ে বেড়েছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। এই মুহূর্তে তা ১ লক্ষ ৪৫ হাজার ৫৮২। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন মাত্র ১০ হাজার ৮৪৬ জন। রবিবার পর্যন্ত দেশে ওমিক্রন
আক্রান্তের সংখ্যা ছিল ১৫২৫ জন। মহারাষ্ট্র, দিল্লিতে গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা আরও বেড়ে এই মুহূর্তে দাঁড়িয়েছে ১৭০০ জন।