দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
টানা ৭ দিন ধরে ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। তাল মিলিয়ে বাড়ছে নয়া স্ট্রেন ওমিক্রন। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড পজিটিভের সংখ্যা ৩৭ হাজার ৩৭৯।
গত ২৪ ঘণ্টা কোভিডে মৃত্যু হয়েছে দেশের ১২৪ জনের। পজিটিভিটি রেট ৩.২৪ শতাংশ। আর ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮৯২। গত ২৪ ঘণ্টায় ১৯২ জনের শরীরে মিলেছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। বেশিরভাগ উপসর্গহীন কিংবা মৃদু উপসর্গ যুক্ত বলে খবর স্বাস্থ্যমন্ত্রক সূত্রে।
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, একদিনে দেশে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ৭ জন। সংক্রমণের নিরিখে সুস্থতার হার মোটেই সন্তোষজনক নয় বলে মত স্বাস্থ্য বিষেশজ্ঞদের। বাড়ছে অ্যাকটিভ কেসও। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৮২ হাজার ১৭-এ।