দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ফের দেশে আতঙ্ক বাড়াচ্ছে করোনা সংক্রমণ। Omicron-র হাত ধরে দেশে আছড়ে পড়েছে তৃতীয় ঢেউ দাবি বিশেষজ্ঞদের। করোনা সংক্রমণের মাঝেই ঊর্ধ্বগামী ওমিক্রনের কেসও। কোভিড সংক্রমণ প্রতিরোধে নয়া দিশা। সম্প্রতি AIG Hospitals এবং Asian Healthcare Foundation-র যুগ্ম ভাবে গবেষণার থেকে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ভারতে প্রচলিত কোভিড টিকা Covaxin এবং Covishield-র দুটি ডোজের মিশ্রণে অভূতপূর্ব ফল পাওয়া যাবে দাবি গবেষকদের। দুই ডোজ মিশিয়ে মানব শরীরে ব্যবহার করা হলে তা করোনার বিরুদ্ধে চারগুণ বেশি কার্যকরী।
Dr Nageshwar Reddy জানিয়েছেন, Covaxin এবং Covishield ডোজ মিশিয়ে দেওয়া হলে গবেষণায় দেখা গিয়েছে তাতে অ্যান্টিবডি স্বাভাবিকের থেকে অনেক বেশি তৈরি হচ্ছে। যেকোনও একধরনের কোভ্যাক্সিন বা কোভিশিল্ড টিকার ডোজে থাকা অ্যান্টিবডি থেকে ককটেল টিকায় অনেক বেশি অ্যান্টিবডি তৈরি হতে পারে বলে গবেষণার রিপোর্টে দাবি। ভাইরাসকে মেরে ফেলে এবং সংক্রমণের আশঙ্কা কমিয়ে দেয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
ভারতে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড টিকার গ্রাহক সবথেকে বেশি। বিশেষজ্ঞদের দাবি করেছেন, প্রথম ও দ্বিতীয় ডোজে আলাদা টিকা ব্যবহার করে চার গুণ বেশি কার্যকরী ফলাফল পাওয়া গিয়েছে। ডাঃ রেড্ডির মতে, তৃতীয় ডোজের ক্ষেত্রে মিশ্র টিকা ব্যবহার করা হলে তা Omicron-র মতো সংক্রামক ভ্যারিয়েন্টকে আটকাতে সহায়তা করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী, ১০ জানুয়ারি থেকে দেশে শুরু হতে চলেছে বুস্টার ডোজের প্রক্রিয়া। কোভিড বাড়বাড়ন্তে স্বাস্থ্যকর্মীদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের। ষাটোর্ধ্ব কো-মর্বিডিতে আক্রান্ত ব্যক্তিরাও অগ্রাধিকার পাবেন।