দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
দেশে তৃতীয় ঢেউয়ের চোখরাঙানির কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন। কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন বলছে ক্রমশই ঊর্ধ্বমুখী ওমিক্রন আক্রান্তের সংখ্যা। কিন্তু, কী ভাবে বুঝবেন আপনি ওমিক্রন আক্রান্ত কিনা? সহজ উপায় নিয়ে এল TATA। জিনোম সিকোয়েন্সিংয়ের ঝক্কি নয়, বাজারে ওমিক্রন ধরতে আসছে দেশীয় কিট ওমিসিওর। কী ভাবে নয়া স্ট্রেন ধরবে এই কিট?
ওমিক্রনের ক্ষেত্রে ভরসা সেই জিনোম সিকোয়েন্সিংই। তবে সুখবর শোনাল ICMR। অনুমোদন দেওয়া হল টাটা মেডিক্যাল অ্যান্ড ডায়গোনেস্টিকের তৈরি দেশীয় পদ্ধতির ওমিক্রন টেস্ট কিট। ওমিসিওর নামে এই টেস্ট কিটে সহজেই চেনা যাবে করোনার নয়া স্ট্রেনকে। ওমিক্রনকে শনাক্ত করতে মার্কিন সংস্থা থার্মো ফিশারের টেস্ট কিট ব্যবহার করা হচ্ছে গোটা দেশে। খরচও ছিল ব্যয়বহুল। টাটার বানানো এই কিট দ্রুত ও কম খরচে ওমিক্রন শনাক্ত করবে।
সাধারণ ভাবে কোভিড ভাইরাসের ক্ষেত্রে তিনটি জিন শনাক্ত করা হয়, সেগুলি হল এস জিন, এন জিন ও ই জিন। ওমিক্রন স্ট্রেনের ক্ষেত্রে এস জিনটিকে চিহ্নিত করতে ব্যর্থ থার্মো ফিশারের টেস্ট কিট। সেদিকে এগিয়ে ভারতের তৈরি নতুন কিট। ওমিক্রনের এস জিনকে শনাক্ত করতে পারে টাটার তৈরি ওমিসিওর। ফলে কিট বাজারে এলে ওমিক্রনের চিকিৎসা পদ্ধতিতে অনেকটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।