দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
হোম আইসোলেশনের মেয়াদ কমল ভারতে। স্বাস্থ্য মন্ত্রক করোনা সংক্রান্ত নতুন গাইডলাইন প্রকাশ করল, যেখানে মৃদু উপসর্গ থাকলে আইসোলেশনের মেয়াদ কমিয়ে ৭ দিন করার কথা বলা হয়েছে। পরপর তিন দিন যদি জ্বর না আসে, তাহলে আইসোলেশন থেকে মুক্তি পেতে পারেন। এত দিন করোনা পরীক্ষা হওয়ার পর থেকে ১৪ দিন পর্যন্ত আইসোলেশনে থাকতে হত। এবার মেয়াদ কমানো হল।
সারা বিশ্বে সম্প্রতি আইসোলেশনের মেয়াদ কমানো হয়েছে। ওমিক্রন ভ্যারিয়েন্টের ক্ষেত্রে যেহেতু আক্রান্তদের মধ্যে খুব ভয়ঙ্কর উপসর্গ দেখা যাচ্ছে না, তাই আইসোলেশনের মেয়াদ কমানোর কথা বলেছেন বিশেষজ্ঞরা। যদি কেউ করোনা আক্রান্তের সংস্পর্শে এলে, হোম আইসোলেশনে থাকতে হবে। মাস্ক পরে থাকতে হবে। তবে উপসর্গ না দেখা দিলে করোনা পরীক্ষা করার কোনও প্রয়োজন নেই বলে জানানো হয়েছে গাইডলাইনে।
বিশিষ্ট চিকিৎসক শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায় জানান, বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে করোনা আক্রান্ত ব্যক্তি ৫ থেকে ৭ দিনের মধ্যে ভাইরাস থেকে মুক্তি পাচ্ছেন। ফুসফুসে সংক্রমণও তেমন হচ্ছে না। অবশ্যই দুটি মাস্ক পরতে হবে বলে উল্লেখ করেছেন তিনি। চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি জানান, আমেরিকায় সিডিসি-র নতুন গাইডলাইনেও বলা হয়েছে, ৫ দিনে আইসোলেশন থেকে মুক্তি পাওয়া যাবে ও ৭ দিনে কাজে যোগ দেওয়া যাবে।
আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের গাইডলাইনে বলা হয়েছে, যদি কেউ করোনা আক্রান্ত হন ৫ দিন বাড়িতে থাকতে হবে। ৫ দিন পর যদি কোনও উপসর্গ না দেখা যায়, তাহলে বাড়ি থেকে বেরতে পারেন। পরের পাঁচদিন মাস্ক পরা বাধ্যতামূলক। করোনা আক্রান্তের সংস্পর্শে আসেন, তাহলে বুস্টার ডোজ় নেওয়া থাকলে ১০ দিন মাস্ক পরতে হবে বাধ্যতামূলকভাবে ও ৫ দিন পর করোনা পরীক্ষা করাতে হবে।