দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
করোনার তৃতীয় ঢেউয়ে বেলাগাম সংক্রমণ। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। হোম আইসোলেশনে থাকলে কোন নিয়ম মানবেন ? কোন কাজ গুলি করা একেবারে চলবে না, সেই সমস্ত তথ্য জানিয়ে নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
দেখুন নির্দেশিকায় কি বলা হয়েছে —–
১. মৃদু উপসর্গ কিংবা উপসর্গহীন হলে ৭ দিন আইসোলেশনে থাকলেই হবে।
২. চিকিৎসকদের পরামর্শ ছাড়া কো-মর্বিডিটি থাকা ষাটোর্ধ্ব করোনা আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা চলবে না।
৩. মৃদু উপসর্গ হলে তিনবার গরম জলের ভেপার নিতে হবে।
৪. দিনে সর্বোচ্চ চারটে প্যারাসিটামল খাওয়া যাবে।
৫. পর্যাপ্ত আলো-বাতাস চলাচল করতে পারে এমন ঘরে আইসোলেশনে থাকবেন আক্রান্তরা।
৬. হোম আইসোলেশনে থাকা সংক্রমিতদের এন-৯৫ মাস্ক পরার দরকার নেই। ত্রিস্তরীয় মেডিক্যাল মাস্ক পরলেই চলবে। প্রতি ৮ ঘণ্টা অন্তর বদলাতে হবে মাস্ক।
৭. দেখভালকারীদের এন-৯৫ মাস্ক পরতেই হবে। মাস্কের সামনের অংশে হাত দেওয়া চলবে না। রোগীর ড্রপলেট এড়িয়ে যেতে হবে।
৮. ব্যবহৃত মাস্ক এমনিতে রাস্তায় ফেলে দেওয়া চলবে না। কাঁচি দিয়ে মাস্কটিকে কুচিকুচি করে কেটে পেপার ব্যাগে ৭২ ঘণ্টা রেখে তার পর বাইরে ফেলতে হবে।
৯. হোম আইসোলেশনে থাকা সংক্রমিতদের দিনে দু’বার অক্সিজেন স্যাচুরেশন, পালস রেট পরীক্ষা করতে হবে।
১০. বায়ো মেডিক্যাল বর্জ্য ফেলার বিষয়ও জারি হয়েছে নির্দেশিকা। কোভিড চিকিৎসায় ব্যবহৃত মাস্ক, গ্লাভস, কফ, দেহ তরলে মতো পদার্থ আলাদা ভাবে হলুদ ব্যাগে ফেলতে হবে।
চিকিৎসকদের পরামর্শ বারবার নিতে হবে।