দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
শীঘ্রই কিনতে পারবেন মার্কের অ্যান্টিভাইরাল COVID পিল মলনুপিরাভির। এবার তার জেনেরিক সংস্করণ বাজারে আনছে ডঃ রেড্ডিস ল্যাবরেটরিজ। মঙ্গলবার এই ঘোষণা করেছে ফার্মা সংস্থা। মার্কের এই পিলটি আন্তর্জাতিকভাবে ও দেশে মলনুপিরাভির নামে পরিচিত। ভারতের জন্য অন্য নামে ব্র্যান্ডিং হবে। এখানে এর নাম হবে ‘মলফ্লু’। তবে এর দামও সবার সাধ্যের মধ্যেই। ক্যাপসুল প্রতি ৩৫ টাকা দাম ধার্য করা হয়েছে, জানালেন সংস্থার মুখপাত্র।
ভারতীয় ওষুধ নিয়ন্ত্রক ‘সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন’ সীমিত ক্ষেত্রে জরুরি ব্যবহারের জন্য অ্যান্টি-ভাইরাল ড্রাগ মলনুপিরাভিরকে ছাড়পত্র দেয়। ‘মলনুপিরাভির, অ্যান্টিভাইরাল ওষুধ। এখন দেশের ১৩টি সংস্থার এটি তৈরি করবে। করোনা আক্রান্ত প্রাপ্ত বয়স্কদের চিকিৎসা এবং যাঁদের রোগের বাড়াবাড়ির উচ্চ ঝুঁকি রয়েছে তাঁদের জন্য এটি সীমিত ব্যবহার করা হবে,’ টুইটারে জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ মনসুখ মাণ্ডবিয়া।
গত নভেম্বরে বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা অ্যান্টিভাইরাল ক্যাপসুলের অনুমোদন দেয় ব্রিটেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মার্ক অ্যান্ড কো ইনকর্পোরেটেড এবং রিজ ব্যাক বায়োথেরাপিউটিকস যৌথ ভাবে তৈরি করেছে। নাম দেওয়া হয় ‘মলনুপিরাভির’। করোনার এই প্রথম ওরাল অ্যান্টিভাইরাল চিকিৎসা। ব্রিটেনের মন্ত্রী ম্যাগি থ্রুপ বলেন, ‘সরকার এবং NHS এখন একসঙ্গে কাজ করছে। প্রাথমিক সমীক্ষা করা হবে। দেশের অধিকাংশই টিকা প্রাপ্ত, এমন পরিবেশে অ্যান্টিভাইরালের কার্যকারিতা যাচাই করা হবে।’
MHRA মলনুপিরাভিরকে হালকা থেকে মাঝারি কোভিড আক্রান্ত এবং স্থূলতা, ডায়াবেটিস এবং হৃদরোগের মতো গুরুতর অসুস্থতার মধ্যে একটি অন্তত আছে, এমন ক্ষেত্রে অ্যান্টিভাইরাল প্রয়োগের সুপারিশ করেছে। ভাইরাল রোগের লক্ষণগুলি শুরু হওয়ার পাঁচ দিনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব ওষুধ প্রয়োগ করা হবে। দিনে দু’বার করে ওষুধ খেতে হবে। অ্যান্টিভাইরাল পিলটি ব্রিটেনে ‘ল্যাগেভরিও’ নামে ব্র্যান্ড করা হচ্ছে। এটি জেনেটিক কোডে ত্রুটি সৃষ্টি করে। ফলে ভাইরাস বৃদ্ধি ও ছড়িয়ে দেওয়ার এবং দখল করার ক্ষমতাকে ধীর করে দেয়।