দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
লক্ষ পেরল দেশের করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ১০০। দেশে একদিনে সুস্থ হয়ে উঠছেন ৩০ হাজার ৮৩৬ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৭.৫৭ শতাংশ। এদিন অবধি সুস্থ হয়ে উঠেছেন মোট ৩ কোটি ৪৩ লাখ ৭১ হাজার ৮৪৫ জন। একদিনে কোভিড মৃত্যুর সংখ্যা ৩০২। মোট কোভিড মৃত্যুর সংখ্যা চার লাখ ৮৩ হাজার ১৭৮। দৈনিক পজিটিভিটির হার ৭.৭৪ শতাংশ। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৩৬৩।
দীর্ঘদিন পর আবারও লক্ষ পেরল সংক্রমণ। গত বছর ৬ জুন শেষবার ১ লাখ পেরিয়েছিল করোনা সংক্রমণ। এই মুহূর্তে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লি, তামিলনাড়ু এবং কর্নাটকে সংক্রমণ অনেকটাই বেশি। মহারাষ্ট্রে নতুন করে ৩৬ হাজার ২৬৫ জন করোনা আক্রান্ত। বঙ্গে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৪২১। দিল্লিতে সেই সংখ্যাটা ১৫ হাজার ৯৭। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৯৮৩। কর্নাটকে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩১ জন।
বেশিরভাগ কোভিড মৃত্যুর ঘটনা কেরালায় ঘটেছে। ওই রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২২১ জনের। দ্বিতীয় বাংলা। বৃহস্পতিবার রাতের রিপোর্ট অনুযায়ী, বঙ্গে কোভিড মৃত্যুর সংখ্যা ১৯। করোনা যুদ্ধ জিততে টিকাকরণের উপরেই জোর দিয়েছে কেন্দ্র সরকার। টেস্ট বাড়ানোর পাশাপাশি ভ্যাকসিনেশন বাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৯৪ লাখ ৪৭ হাজার ৫৬ জনের টিকাকরণ সম্পন্ন হয়েছে দেশে। এখনও পর্যন্ত ১,৪৯,৬৬,৮১,১৫৬ জনের ভ্যাকসিনেশন সম্পন্ন হল।