দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
করোনার তৃতীয় ঢেউয়ে দেশ জুড়ে বাড়ছে আক্রান্ত। বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত আক্রান্ত বাড়ার কারণ নতুন স্ট্রেন ওমিক্রন। কিন্তু সংক্রমণ বাড়তে থাকলে কোথায় গিয়ে থামবে মহামারী ? আইআইটি কানপুরের অধ্যাপক মনিন্দর অগরওয়াল চিন্তা বাড়িয়ে দেওয়ার মতো কথা জানালেন। তাঁর মতে, দিন দশেক পরে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে শীর্ষে পৌঁছবে তৃতীয় ঢেউ। জানুয়ারি মাসের শেষে দেশে মোট আক্রান্তের সংখ্যা হতে পারে ৪ থেকে ৮ লাখ অবধি। মার্চের পরে তৃতীয় ঢেউ স্তিমিত হতে পারে বলে মনে করছেন।
অধ্যাপক মনিন্দর অগরওয়াল জানিয়েছেন, সংক্রমণের চূড়ায় মুম্বই ও দিল্লিতে একদিনে সংক্রমিতের সংখ্যা হতে পারে ৩০ হাজার ও ৫০ হাজার। তৃতীয় ঢেউয়ের “শীর্ষে পৌঁছে দেশে ৪ থেকে ৮ লাখে পৌঁছতে পারে সংক্রমণ। লকডাউন তথা কড়া বিধিনিষেধের ফলে সংক্রমণ বাড়তে সময় নিতে পারে , খানিকটা দীর্ঘায়িত হতে পারে মহামারীর ঢেউ। স্বাস্থ্য পরিষেবার উপর মারাত্মক চাপ সৃষ্টি নাও করতে পারে এবার।”
জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারি মাসের শুরুতে তৃতীয় ঢেউয়ের চূড়ায় পৌঁছাবে সংক্রমণ, একথা আগেই বলেছিলেন আইএইচএমই ডিরেক্টর ডাঃ খ্রিস্টোফার মুরারি। ওমিক্রনে দেশে দ্রুত সংক্রমণ ছড়ানোর ফলে বিভিন্ন রাজ্যের অসংখ্য চিকিৎসকও আক্রান্ত হচ্ছেন বলে। ঘটনায় দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছেন অনেকে। গত কয়েক দিনে প্রায় ১৭০০ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন।