দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শনিবারের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৯৮৬ জন। যা শুক্রবারের তুলনায় ২১ শতাংশ বেশি। দেশে মৃত্যু হয়েছে ২৮৫ জনের। দেশের এই দৈনিক পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪০ হাজার ৯৮৫ জন। পজিটিভিটি রেটও অত্যন্ত বেশি। বর্তমানে সংক্রমণের হার ৯.২৮ শতাংশ।
অধিকাংশ আক্রান্তদের মধ্যেই ছড়িয়েছে ওমিক্রন। করোনার এই নয়া স্ট্রেনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৭১। সবচেয়ে বেশি আক্রান্তের হদিশ মিলেছে মহারাষ্ট্রে। সেখানে এই স্ট্রেনে আক্রান্ত হয়েছেন ৮৭৬ জন। এরপরই তালিকায় রয়েছে দিল্লি। রাজধানীতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৫১৮। পশ্চিমবঙ্গে ওমিক্রনে মোট আক্রান্তের সংখ্যা ২৭। তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১০ জন।