দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : এই বছরেই হতে চলেছে ৫ রাজ্যের বিধানসভা ভোট । আর অন্য দিকে বেড়ে চলেছে কোভিডের দাপট । আর এই সময় ৫ রাজ্যের নির্বাচনের জন্য ভোটের গাইডলাইন প্রকাশ করল নির্বাচন কমিশন।এই পরিস্থিতিতে অনলাইনে প্রচারের জন্য আবেদন করলো রাজ্য নির্বাচন কমিশন । ডিজিটাল প্ল্যাটফর্মেই সমস্ত রাজনৈতিক দল কে প্রচার করার আৱেদন করলো ।
রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে ১৫ জানুয়ারি পর্যন্ত কোনো রোড শো করা যাবে না । মাত্র ৫ জনকে নিয়েই বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা যাবে । ১৫ জানুয়ারির পর পরিস্থিতি বিচার করে পরবর্তী পদক্ষেপ করবে নির্বাচন কমিশন । কোভিড বিধি মেনে ভোট করানোটাই এখন চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে ।