দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
কোভ্যাক্সিনের তৃতীয় বা বুস্টার ডোজে ঘায়েল হবে করোনা ! এমনই তথ্য পাওয়া গিয়েছে ভারত বায়োটেকের গবেষণায়। ওই গবেষণায় অংশ নিয়েছিল ICMR ও AIIMS সহ বেশ কিছু সংস্থা। তাঁদের পর্যবেক্ষণ অনুযায়ী, ভারত বায়োটেকের কোভিড টিকার তৃতীয় ডোজ ডেল্টা সহ করোনার সমস্ত ভ্যারিয়েন্টকে রোখার ক্ষেত্রে ৫ গুণ বেশি কার্যকরী। ডবল ডোজ নেওয়ার পর বুস্টার শট নিলে, কোভিডের বিভিন্ন ভ্যারিয়েন্টকে নিউট্রালাইজ করা সম্ভব। ওই ভ্যাকসিন শট নেওয়া থাকলে ছ’ মাস একাধিক রোগের ক্ষেত্রে সুরক্ষা পাওয়া যাবে বলেই দাবি করেছে সংস্থা।
ভারত বায়োটেকের তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ভারত বায়োটেক নির্মিত কোভ্যাক্সিনের তৃতীয় ডোজ সুরক্ষার বলয় সৃষ্টি করে গ্রহীতার চারদিকে। কিছুদিনের মধ্যেই বয়স্ক সহ যাঁদের কোমর্বিডিটি রয়েছে তাঁদের বুস্টার টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে ভারত সরকার। পাশাপাশি, ফ্রন্টলাইন ওয়ার্কারদের ওই বুস্টার শট দেওয়া হবে বলে খবর। দু’টি টিকার ডোজ নেওয়ার ন’ মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে। এমন পরিস্থিতিতে ভারত বায়োটেকের গবেষণার রিপোর্ট প্রকাশ্যে এসেছে।
জানা গিয়েছে, মোট ১৮৪ জনের উপর পরীক্ষা চালানো হয়েছিল। ডবল ডোজের পর তাঁরা ওই বুস্টার ডোজ নিয়েছিলেন। রিপোর্ট অনুযায়ী, করোনার আলফা, বিটা, প্লাস সহ সমস্ত ভ্যারিয়েন্টকেই নিউট্রাল করে দিতে সক্ষম হচ্ছে এই ডোজ। কোভিড ভ্যাকসিন নেওয়ার পর প্যারাসিটামল বা পেইন কিলার খেয়ে থাকেন বেশিরভাগ মানুষ। ভ্যাকসিনেশন সেন্টার থেকেও ওই পরামর্শ দেওয়া হয়। ভারত বায়োটেক জানিয়েছে , Covaxin নেওয়ার পর কোনওভাবেই যেন ওই দুই জাতীয় ওষুধ যেন না দেওয়া হয়।
এই মুহূর্তে ১৫-১৮ বছর বয়সীদের শুধুমাত্র কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে। সংস্থা জানিয়েছে, ১০-২০ শতাংশ মানুষের দেহে ওই টিকার পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে।