দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
চলতি আর্থিক বছরে ভারতের অর্থনীতি ৯.২ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করছে বিশেষজ্ঞ মহল। দেশের ভিত্তি কৃষি ক্ষেত্রেও ৩.৯ শতাংশ উন্নতি পরিলক্ষিত হওয়ার আশা করা হয়েছে। ম্যানুফাকচারিং খাতে ১২.৫ শতাংশ বিকাশ ঘটবে বলে আসা করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের ধারণা মিলে গিয়ে সত্যিই ৯.২% বৃদ্ধি ঘটে, তবে 1988-89 সালের পর এটাই হবে সবচেয়ে দ্রুততম বৃদ্ধি। বর্তমানে পরিপ্রেক্ষিতে ভারতের অর্থনীতি ৩.১ ট্রিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা স্পর্শ করতে পারে।
World Bank জানাচ্ছে, কোভিডের জেরে 2020 সালে 2.7 ট্রিলিয়ন ডলারে নেমে যাওয়ার আগে দেশের GDP 2.9 ট্রিলিয়ন ডলারের শিখর ছুঁয়েছিল। তবে মাঝে করোনার ধাক্কা, লকডাউনের প্রভাব বড় আঘাত করেছিল। কিছুদিন আগেও বেশ কিছু বিশেষজ্ঞরা জানাচ্ছিলেন, আড়াই ট্রিলিয়ন ডলারে থামতে হতে পারে ভারতকে। তবে ফের আশার আলো দেখা গিয়েছে।
GDP বৃদ্ধি নিয়ে National Statistics Office-র আশা ৯ শতাংশের বেশি বৃদ্ধি পরিলক্ষিত হবে। একই সঙ্গে আইএমএফ এই বিষয়ে একই হারে বাড়তে পারে বলে মত প্রকাশ করেছে। এক্ষেত্রে সবচেয়ে বড় হয়ে উঠেছে ওমিক্রন ভেরিয়েন্ট ও করোনার তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা। এই বৃদ্ধির উপর কালো ছায়া ফেলতে পারে। 2025 সালের মধ্যে দেশের GDP লক্ষ্যমাত্রা 5 ট্রিলিয়ন ডলারে নিয়ে যেতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয়ের পরেও কমপক্ষে ৩ ট্রিলিয়ন ডলারে অর্থনীতিকে দাঁড় করানো ছিল লক্ষ্য।