দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
নতুন সপ্তাহের প্রথম দিন থেকে দেশের কোভিড গ্রাফের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন। একদিনে মৃত্যু হয়েছে ১৪৬ জনের। পজিটিভিটি রেট ১৩.২৯ %। অ্যাকটিভ কেস বেড়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ ২৩ হাজার ৬১৯।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, ৫ টি রাজ্যের লাগামছাড়া সংক্রমণের কারণেই দেশের করোনা গ্রাফ এতটা লাফিয়ে বেড়েছে। এই পাঁচ রাজ্যের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। তারপরই রয়েছে পশ্চিমবঙ্গ। মহারাষ্ট্রের দৈনিক সংক্রমণ ৪৪ হাজারের বেশি, আর বাংলায় তা ২৪ হাজার ছাড়িয়েছে। সংক্রমণের তালিকায় থাকা অন্যান্য রাজ্যগুলি – দিল্লি, তামিলনাড়ু, কর্ণাটক।
এই উদ্বেগের মাঝে আজ থেকে দেশে শুরু হচ্ছে করোনা টিকার বুস্টার বা প্রিকশন ডোজ দেওয়ার কাজ। প্রথম সারির করোনা যোদ্ধা, চিকিৎসক-স্বাস্থ্যকর্মী এবং ষাটোর্ধ্ব কো-মরবিড রোগীদের প্রথমে এই বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়বে বলে আশা স্বাস্থ্যমহলের।