দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
সারা দেশের করোনা পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে। আমাদের রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা আক্রান্তের সংখ্যা। আর এমন পরিসংখ্যানে বেশ আশঙ্কায় রয়েছেন একদল বিশেষজ্ঞ। পরিস্থিতি মোটের উপর স্বাভাবিক করতে বেশি বেশি মানুষের টেস্ট করার পক্ষে রায় দিচ্ছেন তাঁরা।
প্রায় ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি। বহু মানুষ এই সমস্যা থাকা সত্ত্বেও করোনার RT PCR টেস্ট করাচ্ছেন না। এই মানুষ গুলি সমস্যা নিয়েই রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আর ছড়াচ্ছেন রোগ।
তবে সর্দি, কাশি হলে Rapid টেস্ট বা Rapid Antigen Test নিজে বাড়িতে করা যেতে পারে। তারপর নিয়ে ফেলুন চিকিৎসকের পরামর্শ।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ ১২টি Rapid অ্যান্টিজেন টেস্ট কিট ব্যবহারের ছাড়পত্র দিয়েছে। কিট বাজারেও কিনতে পাওয়া যায়। আপনি বাড়িতে অনায়াসে করতে পারে করোনা টেস্ট।
কী ভাবে এই টেস্ট কিট ব্যবহার করবেন?
১. ওষুধের দোকান বা ফার্মেসি থেকে কিনে ফেলুন একটি Rapid টেস্ট কিট।
২. টেস্ট করার আগে নিজের হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে দিন।
৩. এরপর কোনও পরিষ্কার জায়গায় Rapid টেস্ট কিট প্যাকেট খুলুন।
৪. প্যাকেট খোলার ৩০ মিনিটের মধ্যে টেস্ট করতেই হবে।
৫. তরল থাকা নলটির মুখ ধীরে ধীরে খুলুন।
৬. এবার নমুনা নেওয়ার জন্য ব্যবহৃত ছোট দণ্ডটি প্যাকেট থেকে খুলে ফেলুন।
৭. ওই দণ্ডটির মুখের কাছে তুলো রয়েছে। সেই জায়গাটি ধরবেন না।
৮. এবার দণ্ডটির তুলো দেওয়া দিকটি নাকে প্রবেশ করান।
৯. দুই নাকেই একে একে এই দণ্ড প্রবেশ করাতে হবে।
১০. প্রতি নাকে প্রবেশ করানো অবস্থায় ৫ বার দণ্ডটিকে ঘোরান।
১১. সেই দণ্ডটিকে বের করে এনে ওই তরল ভর্তি নলের মধ্যে ঢোকান।
১২. নলের মধ্যে থেকে প্রয়োজন মতো নমুনা ফেলুন টেস্ট কিটে।
১৩. টেস্ট কিটের একটি বিশেষ জায়গায় কয়েকটি দাগ ফুটে উঠবে। আপনি জানতে পারবেন আপনি পজিটিভ না নেগেটিভ।
১৩. টেস্ট কিট গুলির অ্যাপ রয়েছে। সেই অ্যাপ থেকেও আপনি প্রয়োজনীয় তথ্য পেতে পারেন।
১৪. সমস্ত পদ্ধতিটিই লেখা থাকবে প্যাকেটে। তাই চাইলে এবার বাড়িতেই সেরে ফেলতে পারেন টেস্ট।
টেস্ট করার আগে প্যাকেটে লেখা পদ্ধতিটি পড়ে নিন ভালো করে।