দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রন বিপদজনক রূপ ধারণ করছে। আর নতুন বছরে ভারতে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। তাই রূপ বদলে শক্তিশালী হয়ে ওঠা এই নতুন ভ্যারিয়েন্টকে একেবারেই হালকা ভাবে নেওয়া যাবে না। আর একে সাধারণ সর্দি-কাশি ভাবলে ভুল হবে। সকলকে দায়িত্ববোধের পরিচয় দিলে তবেই ওমিক্রনকে বাগে আনা যাবে। এমন কথাই শোনা যায় নীতি আয়োগের সদস্য ডা. ভিকে পলের গলায়। আর তারই মধ্যে খানিক স্বস্তির খবর দিল টিকা প্রস্তুতকারক ভারত বায়োটেক। জানিয়ে দিল, ওমিক্রন এবং ডেল্টা- দুই প্রজাতির উপরই কার্যকর তাদের তৈরি কোভ্যাক্সিনের বুস্টার ডোজ।
দেশ জুড়ে ওমিক্রনের দাপট বাড়তে বারবার একাধিক বিশেষজ্ঞ জানিয়েছেন, ভ্যাকসিন দিয়ে এই ভ্যারিয়েন্টকে রোখা কঠিন। এমনকী বিশ্ব স্বাস্থ্য সংস্থাও দাবি করেছে, বুস্টার ডোজ নয়, ওমিক্রনকে আটকাতে প্রয়োজন নতুন ভ্যাকসিন। কিন্তু ভারত বায়োটেক এই দিন সাফ জানিয়ে দিল, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি কোভ্যাক্সিন ডেল্টার বিরুদ্ধে ১০০ শতাংশ কার্যকর। এমনকী কোভ্যাক্সিনের বুস্টার ডোজ পরীক্ষা করে দেখা গিয়েছে, এটি ওমিক্রনের বিরুদ্ধে ৯০ শতাংশ কাজ করছে। অর্থাৎ যাঁরা কোভ্যাক্সিনের জোড়া ডোজ ইতিমধ্যে নিয়েছেন, তাঁরা এই টিকার বুস্টার ডোজ নিয়ে নয়া স্ট্রেনের বিরুদ্ধে লড়াইয়ে আরও জোর পাবেন। গবেষণায় প্রমাণও পাওয়া গিয়েছে বলে নিশ্চিত করেছে হায়দ্রাবাদের সংস্থা ভারত বায়োটেক।
এর আগে কোভ্যাক্সিন নিয়ে যেসব পরীক্ষা হয়েছিল, তাতে দেখা গিয়েছিল এই টিকা কোভিডের আলফা, বিটা, ডেল্টা, জেটা ও অন্যান্য ভ্যারিয়েন্টের উপর কার্যকরী। এবার সেই তালিকায় যুক্ত হল ওমিক্রনও। একে ভারতীয় চিকিৎসা বিজ্ঞানের বড় সাফল্য বলে ব্যাখ্যা করছেন বিশেষজ্ঞরা।