দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
দেশে করোনার বৃদ্ধির জন্য দায়ী করা হচ্ছে ওমিক্রন ভ্যারিয়েন্টকে। তবে নতুন এই ভ্যারিয়েন্টের প্রভাবে সংক্রমণ গুরুতর আকার ধারণ না করায়, ভ্রান্ত ধারণাও তৈরি হয়েছে। এবার সেই ভ্রান্ত ধারণা দূর করলেন নীতি আয়োগ সদস্য তথা কোভিড টাস্ক ফোর্স-র প্রধান ডঃ ভিকে পাল। তিনি জানান, ওমিক্রন মোটেও সাধারণ ফ্লু-র মতো নয় ও ছড়িয়ে পড়া নিয়েও ভুল ধারণা তৈরি হয়েছে।
দেশের এক এপিডেমিওলজিস্ট জানিয়েছিলেন, ওমিক্রন সংক্রমণ খুব একটা গুরুতর আকার ধারণ করে না। অনেকটা সর্দি-কাশি বা ফ্লুর মতো। দেশের প্রতিটি ঘরে ঘরেই এই সংক্রমণ পৌছে যাবে, কেউ রক্ষা পাবেন না। বিষয়টি নজরে আসতেই গতকাল কেন্দ্রের সাংবাদিক সম্মেলনে কোভিড টাস্ক ফোর্সের প্রধান ডঃ ভিকে পাল বলেন, “ওমিক্রন সাধারণ ঠাণ্ডা লাগার মতো নয়। ভুল ধারণা তৈরি হয়েছে। আমাদের দায়িত্ব সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা। সুতরাং আসুন সকলে মাস্ক পড়ুন ও টিকা নিন। নিজেদের দায়িত্ব পালন করি।”
কিছু দিন আগে ICMR-র সায়েন্টেফিক অ্যাডভাইসরি কমিটির চেয়ারপার্সন ডঃ জয়প্রকাশ মুলীয়ীল দাবি করেন, ডেল্টার তুলনায় ওমিক্রন সংক্রমণ খুব একটা গুরুতর আকার ধারণ করে না। এটিকে নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। বর্তমানে সংক্রামক রোগের সাধারণ ঠাণ্ডা লাগা বা ফ্লুর মতো উপসর্গ দেখা যাচ্ছে।
গতকালই সাংবাদিক বৈঠকে কোভিড টাস্ক ফোর্সের সদস্য লভ আগরওয়াল জানান, পজিটিভিটি রেট বাড়ছে। তিনি জানান, মহারাষ্ট্রে পজিটিভিটি রেট ২২.৩৯ শতাংশ, দিল্লিতে পজিটিভিটি রেট ২৩.১ শতাংশ। পশ্চিমবঙ্গে সংক্রমণের হার সর্বাধিক, ৩২.১৮ শতাংশ। ডঃ ভিকে পাল বলেন, “স্পষ্টত বোঝা যাচ্ছে যে ওমিক্রন ভ্যারিয়েন্টই বর্তমানে ডমিনেন্ট ভ্যারিয়েন্টে রূপান্তরিত হয়েছে। আমাদের ভুললে চলবে না যে আমরা একটা মহামারির মাঝে রয়েছি।”