দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
আড়াই লাখ পেরিয়ে গেল দেশের করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৪ হাজার ২০২ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৪৫ জন। বর্তমানে পজিটিভিটির হার ১৪.৭৮ শতাংশ। সক্রিয় আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৭২ হাজার ৭৩ জন। শুক্রবার আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছুঁইছুঁই ছিল। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড মৃত্যুর সংখ্যা ৩১৫।
এদিকে Omicron আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৭৫৩। WHO -র তরফ থেকে আবারও Omicron-কে উপেক্ষা না করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী, গত সপ্তাহে Omicron -এর হাত ধরে ৫৫ শতাংশ সংক্রমণ বেড়েছে। WHO -এও জানিয়েছে যে গত সপ্তাহে বিশ্বে প্রায় ১৫ মিলিয়ন মানুষ নতুন করে সংক্রমিত হয়েছে। ৪৩ হাজারের বেশি মৃত্যু হয়েছে। ফলত উদ্বেগ ক্রমশ বাড়ছে।