দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
হরিদ্বার ও রায়পুরের ধর্ম সংসদে বিতর্কিত বার্তা দেওয়া নিয়ে এখনও উত্তেজনা অব্যাহত। ওই দুই ধর্ম সংসদে হিংসায় উসকানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তারি শুরু হয়েছে। এবার বিয়ের পর হিন্দু যুবকদের কম করে দুই থেকে তিনটি সন্তানের জন্ম দেওয়ার পরামর্শ দিলেন এক বিশ্ব হিন্দু পরিষদ নেতা। VHP নেতা মিলিন্দ পারান্ডের মতে, হিন্দুরা দুই থেকে তিনটি সন্তানের জন্ম না দিলে ভবিষ্যতে অস্তিত্বের সংকটে পড়ে যাবে হিন্দু সমাজ।
সম্প্রতি মধ্যপ্রদেশের খাণ্ডওয়াতে একটি যুব সম্মেলনের আয়োজন করে ভিএইচপি ও বজরং দল। সেখানে উপস্থিত যুবকদের উদ্দেশে মিলিন্দ পারান্ডে বলেন, “বিয়ের পর প্রত্যেক হিন্দু যুবকের সন্তান জন্ম নিয়ে ভাবা উচিত। প্রত্যেকের কম করে দুই থেকে তিনটি সন্তানের পিতা হওয়া উচিত। তা নাহলে হিন্দু সমাজ সংকটে পড়বে যদি হিন্দু জনসংখ্যা দ্রুত কমে যায়।”
সভায় ইংরেজি ধারার আধুনিক শিক্ষার বিরুদ্ধেও তোপ দাগেন ভিএইচপি নেতা। এমন শিক্ষা পদ্ধতি প্রণয়ন করেছিল যাতে করে নিজেদের অতীত ইতিহাস সম্পর্কে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে হিন্দু সমাজ। মিলিন্দ বলেন, “আমাদের শিক্ষাব্যবস্থাকে কলুষিত করেছে… যে সমাজ তার পূর্বপুরুষদের জন্য লজ্জিত বোধ করে সেই সমাজ বেশিদিন টিকে থাকতে পারে না। যখন মুসলিমদের সংখ্যা বাড়ছে, তখন হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে। যা বিপজ্জনক হয়ে উঠতে পারে হিন্দুদের জন্য। “হিন্দু জনসংখ্যা কমলে দেশের অখণ্ডতা বিপন্ন হতে পারে।
প্রসঙ্গত, হরিদ্বারের ধর্ম সংসদে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ডাক দিয়েছিলেন যতি নরসিংহানন্দ। ওই ঘটনায় স্বামী ধর্মদাস, সাধ্বী অন্নপূর্ণা এবং সম্প্রতি ওয়াসিম রিজভি থেকে ধর্মান্তরিত জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগীর বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছিল। গতকাল জিতেন্দ্র ত্যাগীকে গ্রেপ্তার করেছে উত্তরাখণ্ড পুলিশ।