দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
আরও বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ২ লাখ ৭০ হাজার ছুঁই ছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য বলছে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন। এদিকে এই সময়ে করোনামুক্ত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৬৮৪ জন। দেশে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ১৭ হাজার ৮২০ জন। দৈনিক সংক্রমণ হার ১৬.৬৬ শতাংশ। দেশে কোভিড সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফ চিন্তা বাড়চ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৪০২ জনের।
গোটা বিশ্ব জুড়ে দাপট দেখাচ্ছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন। ভারতেও থাবা বসিয়েছে এই ভ্যারিয়্যান্ট। দেশে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪১ জন। শুক্রবারই দেশবাসীকে করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলার জন্য আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টিকা নেওয়ার জন্যও আবেদন করেছিলেন তিনি।