দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
পশ্চিমী ঝঞ্ঝার জন্য গায়েব শীত। কবে প্রত্যাবর্তন ঘটবে শীতের ? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও দিনভর চলবে বৃষ্টিপাত। সপ্তাহের শেষ দিন থেকে অবশ্য রাজ্যে হাওয়া বদলের সম্ভবনা। উন্নতি হবে পরিস্থিতির। তাপমাত্রা একধাক্কায় কমবে বেশ কয়েক ডিগ্রি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হতে পারে বৃষ্টিপাত। কিছু কিছু জায়গায় শিলা বৃষ্টিরও সম্ভবনা রয়েছে। কিন্তু, রবিবার দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলির আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। শুধু দক্ষিণবঙ্গে নয়, শনিবার উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। রবিবার থেকে উত্তরবঙ্গের এই জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। কমবে তাপমাত্রা।
আবারও ঝোড়ো ইনিংস খেলতে শুরু করেছে শীত। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার পারদ ১৪ ডিগ্রিতেও নামতে পারে। অর্থাৎ শীতপ্রেমীদের আক্ষেপ মিটতে চলেছে অনেটাই। নতুন করে হতে চলেছে পারদ পতন। চলতি মরশুমে দেখা গিয়েছে কখনও পশ্চিমী ঝঞ্ঝা আবার কখনও নিম্নচাপ পথ আটকেছে শীতের।