দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
দেশে শিশুদের টিকাদানের কর্মসূচি একধাপ এগোল। এবারে দেশে শুরু হতে চলেছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ। সব ঠিকঠাক থাকলে আগামী মাসের শেষে আরও কম বয়সীদের ভ্যাকসিনেশন শুরু হচ্ছে ভারতে। একটি সাক্ষাৎকারে কোভিড-১৯ ন্যাশনাল অ্যাডভাইসরি গ্রুপের চেয়ারম্যান চিকিৎসক ডা. এন কে অরোরা বলেন, ‘সরকারি খুব দ্রুত ১২-১৪ বছর বয়সীদের জন্য টিকাকরণ শুরু হবে। আগামী মাসের শেষে এই ড্রাইভ শুরু হচ্ছে বলে জানা গেছে।’
ডা. অরোরা বলেন, ‘জানুয়ারির মধ্যেই আমরা ১৫ থেকে ১৭ বছর বয়সী ৭ কোটি ৪০ লাখ শিশুকে ভ্যাকসিনের ডোজ দেওয়া সম্পন্ন করব। এরপর ফেব্রুয়ারি থেকে শুরু হবে সেকেন্ড ডোজ। আগামী মাসের শেষে বা মার্চেই শুরু হবে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ শুরু হচ্ছে।’ এখনও পর্যন্ত ১৫ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে মোট ৩ কোটি ৩১ লাখ টিকার প্রথম ডোজ পেয়েছে। মাত্র ১৩ দিনেই প্রায় ৪৫ শতাংশ শিশু টিকা পেয়েছে। গত ৩ জানুয়ারি থেকে এই টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছিল দেশজুড়ে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৮৯ জন। যা গতকালের তুলনায় ১৩ হাজার ১১৩ কম। এই মুহূর্তে দেশে চিকিৎসাধীন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ লাখ ৫৬ হাজার ৩৪১। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৮৫ জনের এবং সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৫১ হাজার ৭৪০ জন। ওমিক্রন আক্রান্তের সংখ্যা করোনার এখনও পর্যন্ত দেশে ৮ হাজার ২০৯ জন।
উল্লেখ্য, শিশুদের এখনও পর্যন্ত করোনা টিকা হয়নি। শিশুরা বেশি সংক্রমিত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ে প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুরা কম সংবেদনশীল বলে দাবি জানাচ্ছেন কর্ণাটকের কোভিড-১৯ ওয়ার রুমের প্রধান মুনীশ মউডগিল। দ্বিতীয় ঢেউয়ের তুলনায় তৃতীয় ঢেউয়ে ০ থেকে ১৮ বছর বয়সি শিশুদের মধ্যে সংক্রমণের হার বেড়েছে বলে মনে হয় না। শিশুদের মধ্যে সংক্রমণ কমেছে।’